চলতি মাসেই বাজারে আসছে জিওমি মি নোট ৩: জেনে নিন দাম, ফিচার্স

চলতি মাসের শেষেই লঞ্চ করছে জিওমি এমআই ৩

By Sabyasachi Chakraborty
|

এম আই নোট ৩-এর অপেক্ষায় এতদিন বসেছিলেন জিওমি ফ্যানেরা। থার্ড জেনারেশন এমআই ফ্যাবলেটের জন্য ভাল খবর। চিন থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এই মাসের শেষের দিকেই এমআই নোট ২ লঞ্চ করছে।

চলতি মাসেই বাজারে আসছে জিওমি মি নোট ৩: জেনে নিন দাম, ফিচার্স

এমআই নোট ২ গত বছর অক্টোবরে লঞ্চ করেছিল। নোট ৩ এবার একটু আগেই বাজারে আসছে, অন্তত এই খবর যদি সত্যি হয়। আর তাছাড়া কোনও বছর এত আগে আর কোনও ফোন বাজারে আনেনি জিওমি। ফলে যদি কোনও কারণে অগাস্টে এই ফোন বাজারে না আসে, তাহলে সেপ্টেম্বরের এই ফোনের বাজারে আসার সম্ভাবনা বেশি। Playfuldroid-এর রিপোর্ট অনুযায়ী, জিওমির ভেতর থেকেই এই খবর এসেছে।

অবশ্য জিওমি এমআই নোট ৩ লঞ্চ করার খবর যে এই প্রথম তেমনটা নয়। জুলাই মাসেই এই ফোন বাজারে আসার কথা শোনা গিয়েছিল। এমআইইউআই ৯ এবং জিওমি মি ৫এক্স নিয়েই বাজারে আসার কথা ছিল এটির। এই ফোনের ফিচার্স নিয়েও নানান কথাবার্তা রয়েছে। তবে হাতে আসা না পর্যন্ত সেই সব তথ্য কতটা মানা যাবে সন্দেহ।

সোয়াইপের হাত ধরে বাজারে আসছে সবচেয়ে সস্তার ভিআর প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন, দাম মাত্র ৪,৪৯৯ টাকাসোয়াইপের হাত ধরে বাজারে আসছে সবচেয়ে সস্তার ভিআর প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন, দাম মাত্র ৪,৪৯৯ টাকা

রিপোর্ট অনুযায়ী জিওমি এমআই নোট৩-এর থাকছে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ১৪৪০পিক্সেলের সুপার অমোলেড ডিসপ্লে। যা তৈরি করেছে স্যামসাং। দুটি ভেরিয়েন্টে বাজারে আসছে ফোনটি। ৬ জিবি RAM ১২৮ জিবি স্টোরেজ, সঙ্গে স্ন্যাপড্রাগন ৮২১ এসওসি এবং ৮ জিবি RAM, ২৫৬ জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি।

রিয়ারে ডুয়াল ক্যামেরা থাকছে। থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.১ নউগাট, বেসড অন এমআইইউআই ৯। নন রিমুভেবল ৪০০০এমএএইচ ব্যাটারি। কুইক চার্জ, ৪.০ ফার্স্ট চার্জিং।

জিওমি এমআই ৩-এর ৬ জিবি RAM, দাম হতে পারে ৩৯ হাজার টাকার মতো। আর অন্যটির দাম হতে পারে ৪৫ হাজার টাকা।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi Note 3 is believed to be launched by the end of this month but there is no official confirmation.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X