Snapdragon 660, AI ফেস আনলক ফিচার সহ লঞ্চ হল Xiaomi Mi Pad 4

By GizBot Bureau
|

লঞ্চ হল নতুন Xiaomi Mi Pad 4। এটি Xiaomi-র নতুন জেনারেশানের ট্যাবলেট। রবিবার চিনে নতুন Mi Pad 4 লঞ্চ করেছে কোম্পানি। এই একই ইভেন্টে লঞ্চ হয়েছে কোম্পানির বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 6 Pro। নতুন Mi Pad 4 এ রয়েছে 16:10 ডিসপ্লে, Snapdragon 660 চিপসেট ও AI ফেস আনলকের মতো আকর্ষনীয় ফিচার ও স্পেসিফিকেশান। আগামী 27 জুন থেকে Mi Pad 4 এর বিক্রি শুরু হবে। 1,099 ইউয়ান (প্রায় 11,499 টাকা) থেকে Mi Pad 4 এর দাম শুরু হচ্ছে। Wi-Fi ও Wi-Fi+LTE দুটি ভেরিয়েন্টেই Mi Pad 4 লঞ্চ হবে বলে জানিয়েছে Xiaomi।

Snapdragon 660, AI ফেস আনলক ফিচার সহ লঞ্চ হল Xiaomi Mi Pad 4

Xiaomi Mi Pad 4 স্পেসিফিকেশান

Xiaomi Mi Pad 4 এর অন্যতম প্রধান আকর্ষন এই ট্যাবলেটের ৮ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Xiaomi Mi Pad 4 এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10। এছাড়াও Xiaomi Mi Pad 4 এর ভিতরে থাকছে মিডরেঞ্জ Snapdragon 660 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন Mi Pad 4 ট্যাবলেট কিনতে পাওয়া যাবে।

আগের জেনারেশানের থেকে আকারে ৯.৪% হয়েছে Mi Pad 4। এক হাতে খুব সহজেই এই ট্যাবলেট ব্যবহার করা যাবে বলে জানিয়েছে Xiaomi। ২০১৮ সে এই ডিভাইসের ডিসপ্লের চারপাশে চোওড়া বেজেল দেখা গিয়েছে। তবে ট্যাবলেট হাতে নিয়ে ব্যবহারে সুবিধার জন্যই এই বেজেল ব্যবহারব করা হয়েছে।

Mi Pad 4 এর পিছনে রয়েছে একটি 13MP রিয়ার ফেসিং ক্যামেরা। এর সাথেই Mi Pad 4 এ রয়েছে একটি 5MP সেলফি ক্যমেরা। বড় সেন্সার ব্যবহারের এই ক্যমেরা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব। এছাড়াও Mi Pad 4 এর সামনের ক্যামেরা দিয়ে AI ফেস আনলক ফিচার কাজ করবে।

বিজেপি কর্মীদের সোশাল মিডিয়ায় ভুল খবর প্রচার না করার পরামর্শ দিলেন অমিত শাহবিজেপি কর্মীদের সোশাল মিডিয়ায় ভুল খবর প্রচার না করার পরামর্শ দিলেন অমিত শাহ

Mi Pad 4 এ চলবে লেটেস্ট Android 8.1 Oreo। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। এছাড়াও Xiaomi Mi Pad 4 এর ভিতরে থাকবে একটি বিশাল 6000 mAh ব্যাটারি।

কত দাম? কোথায় পাবেন?

বাজেট ট্যাবলেট সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন Mi Pad 4। Wi-Fi ও Wi-Fi+LTE দুটি ভেরিয়েন্টেই এই ট্যাব লঞ্চ করা হয়েছে। Mi Pad 4 এর 3GB+32GB Wi-Fi ভেরিয়েন্টের দাম ১০৯৯ ইউয়ান (প্রায় ১১৪০০ টাকা)। 4GB+64GB Wi-Fi এর দাম ১৩৯৯ ইউয়ান (প্রায় ১৪৬৯৯ টাকা)। আর হাই এন্ড 4GB+64GB LTE ভেরিয়েন্টের দাম ১৪৯৯ ইউয়ান (প্রায় (১৫৬৯৯ টাকা)। আগামী ২৭ জুন থেকে চিনে Mi Pad 4 বিক্রি শুরু হবে। তবে ভারতে এই ট্যাবলেট কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi।

Best Mobiles in India

Read more about:
English summary
Alongside the Redmi 6 Pro launch in China, Xiaomi has unveiled the much-awaited Mi Pad 4 tablet as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X