৮৯৯ টাকায় ভারতে সানগ্লাস বিক্রি শুরু করল শাওমি

By Gizbot Bureau
|

ভারতে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাস বিক্রি শুরু করল শাওমি। ভারতে এই সানগ্লাসের দাম ৮৯৯ টাকা। ইতিমধ্যেই ভারতে কজোম্পানির ওয়েবসাইট থেকে এই সানগ্লাস বিক্রি শুরু করেছে চিনের কোম্পানিটি। নীল ও ধুসর রঙে পাওয়া যাবে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাস। এই সানগ্লাস পরে দারুন ভিসুয়াল ক্ল্যারিটি পাওয়া যাবে বলে জানিয়েছে শাওমি।

৮৯৯ টাকায় ভারতে সানগ্লাস বিক্রি শুরু করল শাওমি

একগুচ্ছ ফিচার সহ লঞ্চ হয়েছে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাস। এক নজরে এই সানগ্লাসের সব ফিচারে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১। মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসে রয়েছে টিএসি পোলারাইসড লেন্স। এই প্রযুক্তির মাধ্যমে গ্লেয়ার দুরে রাখা যাবে। এছাড়াও দূরে থাকবে ক্ষতিকারন অতিবেগুনি রশ্মি।

২। পোলারাইসড লেন্স থাকার কারনে এই সানগ্লাসে ভালো কনট্রাস্ট পাওয়া যাবে। যার ফলে চোখে কম চাপ পড়বে।

৩। শাওমি জানিয়েছে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসে স্ক্র্যাচ পরবে না।

৪। এছাড়াও কোম্পানি জানিয়েছে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসে “১০০ শতাংশ ইউভি, ইউভিবি, ইউভিসি রশ্মি থেকে সুরক্ষা পাওয়া যাবে। ৪০০ ন্যানোমিটার পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যাবে। যা চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করবে।”

৫। মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসে থাকছে ফ্লেক্সিবেল টিআর৯০ ফ্রেম। শাওমি জানিয়েছে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসের এই ফ্রেম টেকশই, হালকা ও সহজেই বেঁকিয়ে ফেলা যাবে।

৬। মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসের ওজন মাত্র ১৮ গ্রাম। হালকা হওয়ার কারনে দীর্ঘক্ষন পরলেও ব্যাথা হবে না।

৭। ছেলে ও মেয়ে উভয়েই পরতে পারবেন মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাস।

৮। মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাসের সাথে থাকছে ছয় মাসের সীমীত ওয়ারান্টি।

মি ডট কম থেকে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে মি পোলারাইসড স্কোয়ার সানগ্লাস। লঞ্চের সময় এই সানগ্লাসের দাম ৮৯৯ টাকা।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi Polarised Square and Pilot sunglasses up for sale starting at Rs 899

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X