মাত্র ১২,৯৯৯ টাকায় স্মার্ট টিভি আনতে চলেছে শাওমি

সম্প্রতি শাওমি লঞ্চ করেছে তাদের ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি Mi TV 4। বাজারের প্রতিযোগিতা কথা মাথায় রেখে টিভির দাম করা হয়েছে মাত্র ৩৯,৯৯৯ টাকা।

|

সম্প্রতি শাওমি লঞ্চ করেছে তাদের ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি Mi TV 4। বাজারের প্রতিযোগিতা কথা মাথায় রেখে টিভির দাম করা হয়েছে মাত্র ৩৯,৯৯৯ টাকা। এবার ভারতের টিভির বাজারে নিজেদের জমি শক্ত করতে শাওমি প্রস্তুত হচ্ছে ছোট মাপের টিভি লঞ্চের।

 
মাত্র ১২,৯৯৯ টাকায় স্মার্ট টিভি আনতে চলেছে শাওমি

যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে খুব শিঘ্রই শাওমি মাত্র ১২,৯৯৯ টাকায় বাজারে আনবে ৩২ ইঞ্চি আর ২১,৯৯৯ টাকায় ৪৩ ইঞ্চি টিভি বাজারে আনতে চলেছে। আগামি ৭ মার্চ ভারতে লঞ্চ হতে পারে এই টিভি দুটি।

কি আশা করা যেতে পারে?

কি আশা করা যেতে পারে?

৩২ ইঞ্চি ভেরিয়েন্টে থাকবে 1366x768 HD রেডি ডিসপ্লে প্ল্যানেল। সাথে থাকবে 1.5GHz কোয়াড-কোর প্রসেসার, 1GB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। ৪৩ ইঞ্চি ভেরিয়েন্টে থাকবে 1920x1080 FHD ডিসপ্লে, একই প্রসেসার, 2GB RAM আর 8GB স্টোরেজ।

৪৩ ইঞ্চি ভেরিয়েন্টে থাকতে পারে HDR 10 আর ডলবি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সাপোর্ট।

৪৩ ইঞ্চি ভেরিয়েন্টে থাকতে পারে HDR 10 আর ডলবি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সাপোর্ট।

রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো এর সাথেই লঞ্চ হয়েছিল Mi TV 4। এটি পৃথিবীর সবথেকে পাতলা LED টিভি। মাত্র ৩৯,৯৯৯ টাকায় ৫৫ ইঞ্চি টিভি লঞ্চ করে ভারতের টিভি বাজারে ধামাকা করে দিয়েছে Mi TV 4।

৯৯৫ টাকা টাকায় ১৮০ দিনের জন্য আনলিমিটেড কল ও 6GB ডাটা এয়ারটেলে৯৯৫ টাকা টাকায় ১৮০ দিনের জন্য আনলিমিটেড কল ও 6GB ডাটা এয়ারটেলে

ওএস ও প্যাচওয়াল
 

ওএস ও প্যাচওয়াল

এই টিভির সফটওয়ারে রয়েছে ডিপ লার্নিং AI। যার মাধ্যমে সম্পূর্ণভাবে বদলে যাবে আপনার টিভি দেখার অভিজ্ঞতা । এছাড়াও এই টিভি র সাথে পাবেন ৫ লক্ষ ঘন্টার কনটেন্ট। কোম্পানি জানিয়েছে এই কনটেন্টের প্রায় ৮০% গ্রাহকরা বিনামূল্যে দেখতে পাবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi is expected to launch two new variants of its recently launched Mi TV 4. The launch date is tipped to be March 7 for the Indian market.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X