থ্রিডি ফেস রিকগনিশান, Snapdragon 845 চিপসেট সহ বুধবার ভারতে আসবে Xiaomi Poco F1

By GizBot Bureau
|

থ্রিডি ফেস রিকগনিশান, Snapdragon 845 চিপসেট সহ বুধবার ভারতে আসবে Xiaomi Poco F1
সম্প্রতি কোম্পানির নতুন সাব ব্র্যান্ড Poco লঞ্চের কথা জানিয়েছিল Xiaomi। বুধবার এই ব্র্যান্ডে অধীনে প্রথম স্নার্টফোন Poco F1 লঞ্চ করবে চিনের কোম্পানিটি। লঞ্চের আগেই ইন্টারনেটে Xiaomi Poco F1 এর একাধিক স্পেসিফিকেশান ফাঁ হয়ে জ্ঞিয়েছে। জানা গিয়েছে শুধুমাত্র Flipkart থেকেই অনলাইনে এই ফোন কেনা যাবে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের Snapdragon 845 চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।

Snapdragon 845 চিপসেট সহ বুধবার ভারতে আসবে Xiaomi Poco F1

কোম্পানির অফিশিয়াল হ্যান্ডেল থেকে টুইটারে এক পোস্টে কোম্পানি জানিয়েছে Poco F1 ফোনে নাইট ভিশান থাকতে পারে। এর সাথেই কোম্পানি জানিয়েছে Poco F1 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা যাবে। একটি ছবি পোস্ট করে এই কথা জানিয়েছে Xiaomi। এই নচে দুটি ক্যামেরা ছাড়াও একাধিক সেন্সার দেখা যাবে। মনে করা হচ্ছে থ্রি ডি ফেসিয়াল রিকগনিশাল টেকনোলজির জন্য ডিসপ্লের উপরে কালো নচে একাধিক সেন্সার ব্যবহার করেছে Xiaomi।

জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ এক পোস্টে ইতিমধ্যেই জানানো হয়েছে শুধুমাত্র সেখান থেকেই অনলাইনে Poco F1 কেনা যাবে। ওয়েবসাইটে একটি টিজার পোস্ট করে এই কথা জানিয়েছে Flipkart। শুধুমাত্র স্পিডের কথা মাথায় রেখে Poco F1 ডিজাইন করেছে Xiaomi। তাই Poco F1 এ একটি Snapdragon 845 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এর সাথেই এই ফোনে লিকুইড কুল টেকনোলজি ব্যবহার হয়েছে। এর ফলে ভারি ব্যবহারেও ফোনের প্রসেসার ঠান্ডা থাকবে।

ইতিমধ্যেই YouTube-এ একাধিক ভিডিওতে Poco F1 ফোনটি দেখা গিয়েছে। এই ফোনে থাকবে 6GB RAM। Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমে চলবে Poco F1। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI ইউজার ইন্টারফেস। যদিও YouTube এ প্রকাশিত সব ভিডিওতেই সব Poco F1 ফোনের MIUI 9 অপারেটিং সিস্টেম চলতে দেখা গিয়েছে।

কোম্পানি আরও জানিয়েছে Poco F1 ফোনে একটি হেডফোন জ্যাক থাকবে। 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Poco F1। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথেই Poco F1 এ থাকবে একটি 4000 mAh ব্যাটারি আর একটি USB Type-C পোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi is all set to launch its Poco F1 smartphone, and today the company has confirmed that the phone will come with a notch display and Face Unlock technology.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X