৬,৯৯৯ টাকায় মিলছে জিওমি রেডমি ৪এ-এর নতুন ভ্যারিয়েন্ট।

By Sabyasachi Chakraborty
|

এন্ট্রি লেভেল স্মার্টফোন রেডমি ৪এ দেশের বাজারে আনল জিওমি। ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি স্টোরেজের রেডমি ৪এ-র দাম এদেশে পড়ছে ৬ হাজার ৯৯৯ টাকা।

৬,৯৯৯ টাকায় মিলছে জিওমি রেডমি ৪এ-এর নতুন ভ্যারিয়েন্ট।

জিওমি রেডমি ৪এ এদেশে গত মার্চে বাজারে এসেছিল। তখন এর দাম ছিল ৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু তখন সেই ফোন শুধু মাত্র ২ জিবি র‌্যাম আর ১৬জিবি স্টোরেজেই মিলত। এখন জিওমির ভারতের ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈনের ট্যুইট থেকে জানা গেল, ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি স্টোরেজের রেডমি ৪এ খুব শিগগিরই বাজারে আসছে। একত্রিশে অগাস্ট থেকেই Mi.com, Amazon India, Flipkart, Tata CliQ এবং Paytm-এর মাধ্যমে মিলবে এই ফোন। দাম পড়বে আগেরটি থেকে হাজার টাকা বেশি। ৬ হাজার ৯৯৯ টাকা।

র‌্যাম আর স্টোরেজ ছাড়া বাকি ফিচার্সগুলি মোটামুটি রেডমি ৪এ-র দুই ভ্যারিয়েন্টেই একই রকম। রেডমি ৪এ-র পলিকার্বনেট বডি, হাইব্রিড ডুয়াল সিম। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ, এমআইইউআই ৮। রয়েছে ৫ইঞ্চির ৭২০পিক্সেলের এইচডি ডিসপ্লে। রয়েছে 1.4GHz quad-core Qualcomm Snapdragon 425 SoC সঙ্গে Adreno 308 graphics unit।

১৫% কমলো Apple TV শেয়ার১৫% কমলো Apple TV শেয়ার

Xiaomi Redmi 4A-তে মেন ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। PDAF, f/2.2 aperture, LED flash and 5P lens রয়েছে তাতে। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতেও একই ফিচার্স, অ্যাপারচার একইরকম। হাইব্রিড সিম স্লট রয়েছে রেডমি ৪এ-তে। স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনে রয়েছে, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.1, GPS এবং ডুয়াল সিম। ৩১২০ এমএএইচের ব্যাটারি রয়েছে এ ফোনে, সঙ্গে ফাস্ট চার্জিং।

দেশে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের ব্র্যান্ড এই জিওমি। রেডমি নোট ৪ এবং রেডমি নোট ৪এ বাজারে ইতিমধ্যেই বেস্ট সেলার। ৪এ-র এই নতুন ভেরিয়্যান্টও বাজারে হইচই ফেলবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সস্তার স্মার্টফোনের বাজারের চাপ বাড়াবে এই ফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 4A with 3GB RAM and 32GB storage capacity has been launched in India at a price of Rs. 6,999.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X