আগামি ১৪ মার্চ লঞ্চ হবে শাওমি রেডমি ৫

|

গত মাসেই শাওমি লঞ্চ করেছে তাদের জনপ্রিয় নোট সিরিজের রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো। এখনো বাজারে এই ফোনদুটির চাহিদা তুঙ্গে। এবার ভারতের বাজারে আরও একটি নতুন ফোন আনতে চলেছে শাওমি। শোনা যাচ্ছে খুব শিঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে কোম্পানির নতুন ফোন রেডমি ৫।

 
আগামি ১৪ মার্চ লঞ্চ হবে শাওমি রেডমি ৫

এছাড়াও বুধবার ভারতে Mi TV 4A ৩২ ইঞ্চি আর ৪৩ ইঞ্চি মডেল মাত্র ১৩,৯৯৯ টাকা আর ২২,৯৯৯ টাকায় লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছে শাওমি। আগামি ১৩মার্চ থেকে ফ্লিপকার্ট ও Mi.com ও Mi Home এ বিক্রি শুরু হবে এই টিভিদুটি। এর মধ্যেই কোম্পানি এই টিভিদুটি নিয়ে তৈরী করেছে একটি ভিডিও। সেখানেই জানানো হয়েছে আগামি ১৪ মার্চ নতুন স্মার্টফোন লঞ্চের কথা।

এই টিজারেই স্মার্টফোনটি পাশ থেকে দেখা যাচ্ছে। সেখান থেকে দেখে মনে হচ্ছে শাওমি লঞ্চ করতে চলেছে শাওমি রেডমি ৫।

 

নতুন এই Redmi 5 4GB RAM ভেরিয়েন্টের বাকি সব স্পেসিফিকেশান অন্য দুটি ভেরিয়েন্টের মতোই। ফোনের সামনে আছে ৫.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে (৭২০x১৪৪০ পিক্সেলস)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর Snapdragon 625 সাথে রয়েছে Adreno 506 GPU। ফোনটি পাওয়া যাবে 2GB/3GB/4GB RAM ও 32GB/64GB ভেরিয়েন্টে পাওয়া ভাবে এই ফোনটি।

Redmi 5 এ রয়েছে 12MP রিয়ের ক্যামেরা। সাথে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি 3000mAh। যা আপনাকে অনায়াসে দেবে এক দিনের থেকে বেশি ব্যাটারি ব্যাক আপ। ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৭.১.২ এর উপর রয়েছে MIUI 9 এর ফিচার।

দাম কমলো নোকিয়া ৬ এরদাম কমলো নোকিয়া ৬ এর

এই ফোনের দাম ১০,০০০ টাকা এর কম দাম হবে বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানির অফিশিয়াল কনফার্মেশানের জন্য এখনো অপেক্ষা করতে হবে আমাদের।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 5 has been teased by the company in a video, which focuses on the Xiaomi Mi TV 4A 32-inch and 43-inch models. The teaser shows the side profile of the device and also hints that the smartphone might be launched in India on March 14. We can expect the Redmi 5 to be priced around Rs. 10,000 in the country.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X