আজই লঞ্চ হবে Xaiomi –র নতুন বাজেট ফোন

By GizBot Bureau
|

আগামী ৬ জুন তাদের পরবর্তী স্মার্টফোন ঘোষনা করবে শাওমি। কিছুদিন আগে কোম্পানির অফিশিয়াল পেজ থেকে সোশাল মিডিয়ায় এমন্টাই জানিয়েছিল শাওমি। চিনে সকাল ১০টায় নতুন এই ফোন লঞ্চ হওয়ার কথা জানিয়েছিল কোম্পানি। তবে কোন ফোন লঞ্চ হবে তা নিয়ে কোন মন্তব্য করেনি চিনের এই কোম্পানিটি। মনে করা হচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে শাওমির পরবর্তী বাজেট ফোন Redmi 6। গত সপ্তাহে কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু কোন অজ্ঞাত কারনে আজ এক আলাদা লঞ্চ ইভেন্টে নতুন Redmi 6 লঞ্চ করতে চলেছে শাওমি।

আজই লঞ্চ হবে Xaiomi –র নতুন বাজেট ফোন

চিনের তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডাটাবেস থেকে জানা গিয়েছে নতুন এই ফোনের মডেল নম্বর M1805D1SE। জানা গিয়েছে খুব শিঘ্রই লঞ্চ হবে এই মডেল নম্বরের ফোনটি। আর তাই আশা করা হচ্ছে আজ এই লঞ্চ ইভেন্টে নতুন বাজেট ফোন Redmi 6 লঞ্চ করা হবে।

Redmi 6 ডিজাইন

ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে Redmi 6 এর একাধিক ছবনি। সেই ছবিতেই ফোনের সামনে ও পিছন দুই দিকই স্পষ্ট দেখা গিয়েছে, এই ছবি যদি সত্যি হয় তবে Redmi 6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছাড়াও Redmi 6 এর পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও ডুয়াল ক্যামেরা সেট আপ। Redmi Note 5 এ এই রকম ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকবে প্লাস্টিক-মেটাল ব্যাক কভার।

Redmi 6 স্পেসিফিকেশান

এক সার্টিফিকেশান সাইটে ইতিমধ্যেই Redmi 6 এর কিছু স্পেসিফিকেশান জানা গিয়েছে। Redmi 6 এ থাকতে পারে ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এছারাও ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 625 চিপসেট, 2GB/ 3GB/ 4GB RAM, 16GB/ 32GB/ 64GB স্টোরেজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে বিশাল 3900mAh ব্যাটারি।

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবেআপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবে

আগেই বলা হয়েছে এই ফোনের পিছনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল সেন্সার থাকবে এই ডুয়াল ক্যামেরায়। আশা করা হচ্ছে ১০০০ ইউয়ান (প্রায় ১০০০০ টাকা) এর আশেপাশে এই ফোনের দাম হবে।

যদিও এই সব খবরই ইন্টারনেটে বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে পাওয়া। শাওমি এই খবরেরব সত্যতা স্বীকার করেনি। আজ লঞ্চ হওয়া ফোনের দাম ও স্পেসিফিকেশান সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে ফোন লঞ্চ হওয়া পর্যন্ত।

Via

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 6 expected to go official today

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X