কবে লঞ্চ হবে Redmi 6 Pro?

By GizBot Bureau
|

একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে শাওমি। কিছুদিন আগেই Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল শাওমি। এবার এক রিপোর্টে জানা গেল খুব শিঘ্রই Redmi 6 Pro, Mi Pad 4 আর Mi Max 3 ডিভাইস তিনটি লঞ্চ করবে শাওমি। আগেইন জানা গিয়েছিল জুলাই মাসে লঞ্চ হবে Mi Max 3। নতুন এক রিপোর্টে জানা গেল এর সাথেই আরও দুটি ডিভাইস লঞ্চের কথা জানা গেল।

 
কবে লঞ্চ হবে Redmi 6 Pro?

চিনে ইতিমধ্যেই এই ডিভাইসগুলির টিজার দেখাতে শুরু করেছে শাওমি। এই রিপোর্টে জানা গিয়েছে জুন মাসের ২৫ তারিখে Redmi 6 Pro এবং Mi Pad 4 লঞ্চ করা হবে। যদিও এই টিজার ছাড়া এই বিষয়ে আর কোন তথ্য পাওয়া যায়নি।

Redmi 6 Pro তে থাকবে নচ ডিসপ্লে ডিজাইন

 

Redmi 6 Pro এর লঞ্চের আগে এক সোশাল মিডিয়ায় কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টিজার পোস্ট করা হয়েছে। এই টিজারে বলা হয়েছে 25 জুন এই ফোন লঞ্চ হবে আর এই ডিভাইসে থাকবে একটি ১৯:৯ অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে। এছাড়াও জানানো হয়েছে এই ডিভাইসে থাকবে একটি Snapdragon 625 চিপসেট। আর থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। টিজারে জানানো হয়েছে নতুন এই ডিভাইসের ভিতরে একটি 4000 mAh ব্যাটারি থাকবে। উপরের ছবিতে টিম ফর্মেশানে জার্সি নম্বরে এই সব তথ্য জানা গিয়েছে।

Mi Pad 4 টিজার

Mi Pad 4 এর টিজারে তেমন বেশি কোন তথ্য জানানো হয়নি। তবে নতুন এই ট্যাবলেটের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকতে পারে।

Mi Pad 4 ও Redmi 6 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশান

ইতিমধ্যেই এক সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 6 Pro এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। আগেই জানানো হয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে ৫.৮৪ ইঞ্চি full HD+ ডিসপ্লে। ১৯:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। তবে মনে করা হচ্ছে Qualcomm Snapdragon 625 ব্যাবহার হবে এই স্মার্টফোনে।

এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই Redmi 6 Pro তে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর জানা গিয়েছে এই ফোনে চলবে লেটেস্ট Android Oreo 8.1। যদিও এর উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস। নতুন এই Redmi 6 Pro তে থাকবে 4000 mAh ব্যাটারি।

নতুন সিম কার্ড নেওয়ার নিয়মে বদল আনলো টেলিকম দপ্তরনতুন সিম কার্ড নেওয়ার নিয়মে বদল আনলো টেলিকম দপ্তর

Mi Pad 4 এ থাকবে স্টরিও স্পিকার মডিউল, 6000mAh ব্যাটারি আর LTE কানেক্টিভিটি। ২৫ জুন এই ডিভাইসের সব তথ্য জানা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi is all set to host a launch event on June 25 in China.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X