লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro

By GizBot Bureau
|

বুধবার নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হল Xiaomi Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। কয়েক মাস আগেই চিনে এই তিনটি ফোন লঞ্চ করেছিল কোম্পানিটি। Redmi 5 ও Redmi 5A ফোনের উত্তরসুরি এই ফোওনগুলি। তিনটি ফোনেই থাকবে ডুয়াল 4G VoLTE স্ট্যান্ড বাই। Redmi Note 6 Pro এর ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। অন্য দুটি ফোনে থাকবে 18:9 ডিসপ্লে।

লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro

Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro এর দাম

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ৭৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ৯৪৯৯ টাকা। ১০ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম ৫৯৯৯ টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে ৬৯৯৯ টাকা। ১৯ সেপ্টেম্বর থেকে অ্যামাজন আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। তবে আপাতত প্রথম দুই মাসের জন্য এই দুটি ফোনের দাম ঠিক করেছে কোম্পানি। পরে টাকার দাম কমলে অথবা বাড়লে এই দামে পরিবর্তন আসতে পারে।

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ১২,৯৯৯ টাকা। ১১ সেপ্টেম্বর থেকে Amazon আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 এ থাকবে একটি ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio P22 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi 6। এর সাথেই এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে।

Redmi 6 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিযেল সেকেন্ডারি সেন্সার। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। পোট্রেট মোডে দারুন বোকে এফেক্ট পাওয়া যাবে এই ডুয়াল রিয়ায় ক্যামেরায়। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।

Redmi 6A স্পেসিফিকেশান

Redmi 6A তে থাকবে ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio A11 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6A তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

Redmi 6 Pro স্পেসিফিকেশান

Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানানো হয়েছে ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ।

Xiaomi Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 625 চিপসেট। এর সাথেই থাকবে একটি Adreno 506 GPU। Redmi 6 Pro তে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 32 GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পাওয়া যাবে।

Redmi 6 Pro এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 12MP। এর সাথেই এই ক্যামেরায় থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর একটি LED ফ্ল্যাশ। Redmi 6 Pro এ থাকবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের AI ফেস আনলক ফিচার কাজ করবে। Redmi 6 Pro তে ডুয়াল সিম সাপোর্ট থাকবে। এই ফোনের সিম ট্রে তে একই সাথে দুটি সিম কার্ড ও একটি microSDকার্ড ব্যবহার করা যাবে।

Redmi 6 Pro এর ভিতরে থাকছে একটি 4000 mAh ব্যটারি। এছাড়াও এই ফোনের সামনে থাকবে একটি IR ব্লাস্টার। এর মাধ্যমে এই ফোনকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করা সম্ভব।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 6, Redmi 6A and Redmi 6 Pro smartphones have been launched in India at an event in Delhi. All these are introductory prices and after 2 months later, there could be an increase in the price based on the value of Indian currency against Dollar.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X