মাত্র আট হাজারে ভারতে লঞ্চ হল রেডমি ৭, দেখুন স্পেসিফিকেশন

By Gizbot Bureau
|

আরও একটি নতুন রেডমি ফোন লঞ্চ হল ভারতে। মাত্র ৭,৯৯৯ টাকায় লঞ্চ হল রেডমি ৬ এর উত্তরসূরী রেডমি ৭। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বুধবার ভারতে এল শাওমির লেটেস্ট বাজেট স্মার্টফোন। একই ইভেন্টে লঞ্চ হয়েছে রেডমি ওয়াই ৩। রেডমি ৭ এ থাকছে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ এর জন্য রেডমি ৭ ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে শাওমি।

মাত্র আট হাজারে ভারতে লঞ্চ হল রেডমি ৭, দেখুন স্পেসিফিকেশন

রেডমি ৭ এর দাম

চিনে 2GB RAM/16GB স্টোরেজে রেডমি ৭ এর দাম ৭,৯৯৯ টাকা। 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টে রেডমি ৭ কিনতে খরচ হবে ৮,৯৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন আর কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি হবে রেডমি ৭। ২৯ এপ্রিল ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন বিক্রি শুরু হবে। জিও গ্রাহকরা পাবেন ২,৪০০ টাকা ক্যাশব্যাক।

রেডমি ৭ স্পেসিফিকেশন

রেডমি ৭ এ থাকছে ৬.২৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 2GB, 3GB অথবা 4GB RAM আর 16GB, 32GB অথবা 64GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য রেডমি ৭ ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সার। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। থাকছে পোট্রেট ও এইডিআর মোড।

ডুয়াল সিম রেডমি ৭ ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। কানেক্টিভিটির জন্য রেডমি ৭ এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। তবে এই ফোনে কুইক চার্জ সাপোর্ট থাকছে না।

Best Mobiles in India

Read more about:
English summary
Redmi 7 are 6.26-inch screen, Qualcomm Snapdragon 632 octa-core processor and MIUI 10 based on Android Pie.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X