কবে ভারতে আসছে রেডমি ৯আই? জানিয়ে দিল শাওমি

By Gizbot Bureau
|

সপ্তাহ দুই ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ৯। বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছিল শাওমি। চলতি মাসেই ভারতে আসছে শাওমির পরবর্তী স্মার্টফোন রেডমি ৯আই। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ১৫ সেপ্টেম্বর এই ফোন বাজারে আসবে। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা করেছে বেজিংয়ের কোম্পানিটি। টুইটারে শাওমি জানিয়েছে এমআই ডট কম ও ফ্লিপকার্ট থেকে ভারতে এই ফোন বিক্রি হবে।

 
কবে ভারতে আসছে রেডমি ৯আই? জানিয়ে দিল শাওমি

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, মূলত স্মার্টফোনে বিনোদনের কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন হয়েছে। যদিও নতুন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে উচ্চবাচ্য করেনি শাওমি। ১৫ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হলেও জানা যায়নি বিক্রির দিন।

টুইটে কোম্পানির ওয়েবসাইটের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। জানা গিয়েছে এই ফোনে ৪জিবি র‍্যাম থাকছে। লঞ্চের সময় এই ফোনে চলবে এমআইইউআই ১২ স্কিন।

 

চলতি বছর ইউরোপে লঞ্চ হয়েছিল রেডমি ৯এ।ল মূলত বাজেট সেগমেন্টকে পাথির চোখ করে এই ফোন লঞ্চ করেছিল শাওমি। একাধিক রিপোর্টে জানানো হয়েছে রেডমি ৯এ ফোনের নাম বদলে চাররে লঞ্চ হতে পারে রেডমি ৯আই।

সবে দুই সপ্তাহ হল ভারতে এসেছে রেডমি ৯। এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও লেটেস্ট অপারেটিং সিস্টেম।

ভারতে দুটি স্টোরেজে পাওয়া যাচ্ছে রেডমি ৯। বেস ভেরিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। এই দামে মিলবে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। অন্যদিকে ৯,৯৯৯ টাকা খরচ করলে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে রেডমি ৯ কেনা যাবে।

রেডমি ৯ ফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও জি৩৫ চিপসেট। সঙ্গে থাকছে ৬.৩৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। কার্বন ব্ল্যাক, স্কাই ব্লু ও স্পোর্টি অরেঞ্জ রঙে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 9i Launching On September 15 In India: Should You Buy?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X