বাজারে বাজিমাৎ শাওমির, পয়লা নম্বরে উঠে এলো চিনা কোম্পানিটি।

ভারতের বাজারে শাওমির সাফল্যের কাহিনি।

|

সম্প্রতি ভারতের স্মার্টফোন বাজারে অন্যতম প্রধান নাম শাওমি। ২০১৭ সালের প্রথম কোয়ার্টার শেষেভারতেই স্মার্টফোনে বাজারে স্যামসাং এর পরেই এটি দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।

 
বাজারে বাজিমাৎ শাওমির, পয়লা নম্বরে উঠে এলো চিনা কোম্পানিটি।

দ্বিতীয় কোয়ার্টারের শেষে আরও একধাপ এগিয়ে স্যামসাং-কে হারিয়ে ১০,০০০ টাকা বা তার কম দামি ফোনের বাজারে ফার্স্টবয় হলো এই চিনা কোম্পানিটি। একটি রিপর্টে বলা হয়েছে ২০১৭ সালের দ্বিতীয় কোয়ার্টারের শেষে ভারতের বাজারে ১০,০০০ টাকা বা তার কম দামি ফোনগুলির মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে Xiaomi Redmi Note 4 আর Redmi 4।

শুধুমাত্র 4G সিম কার্ডেই কাজ করবে JioPhone, সম্ভবত থাকবে না ডুয়াল সিমশুধুমাত্র 4G সিম কার্ডেই কাজ করবে JioPhone, সম্ভবত থাকবে না ডুয়াল সিম

৭.২% বাজার দখল করে প্রথম স্থানে রয়েছে Xiaomi Redmi Note 4। তার পরেই ৪.৫% বাজার দখন করে রয়েছে কম্পানির আরও একটি বাজেট স্মার্টফোন Redmi 4। এরপর তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy J7, যার মার্কেট শেয়ার ৪.৩%।

 

ওই রিপোর্টে আরও জানানো হয়েছে ২০১৭ সালের প্রথম অর্ধে সবথেকে বেশি বিক্রিত স্মার্টফোন Xiaomi Redmi Note 4। গত চার বছরে এই প্রথম স্যামসাং ছাড়া অন্য কোনো কোম্পানি এই কীর্তি করে দেখালো।

১০,০০০ টাকার নিচের বাজারে শাওমি প্রথম স্থান দখল করলেও ভারতের সার্বিক স্মার্টফোন বাজারে এখনো প্যলা নম্বর দখল করে আছে স্যামসাং।

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 and Redmi 4 are said to be the best sellers in the Indian market under Rs. 10,000 in the Q2.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X