আরও দুটি নতুন কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো

|

গত ১৪ ফেব্রুয়ারী লঞ্চ হয়েছিল রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো। আর ফোনদুটির বিক্রি শুরু হয়েছিল ২২ ফেব্রুয়ারী। প্রত্যাশা মতোই নিমেশে আউট অফ স্টক হয়ে গিয়েছিল ফোনদুটি। চারটি কালা ভেরিয়েন্টে লঞ্চ হলেও এতদিন বিক্রি হচ্ছিল মাত্র কেবলমাত্র দুটি কালার ভেরিয়েন্ট।

আরও দুটি নতুন কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প

এবার থেকে রেডমি নোট ৫ আর রেডমি নোট ৫ প্রো পাওয়া যাবে রোস গোল্ড আর লেক ব্লু কালার ভেরিয়েন্টে। এছাড়াও শাওমি জানিয়েছে আগামি ৭ মার্চ তাদের ফ্যানাদের জন্য রয়েছে আরও অনেক সুখবর। শনা যাচ্ছে ঐ দিন এই দুটি ফোনের সবকটি ভেরিয়েন্টের সেল শুরু করবে কোম্পানি। শাওমি আরও জানিয়েছে রেডমি নোট ৫ প্রো এর 6GB ভার্সানের বিক্রিও খুব শিঘ্রই শুরু করবে তারা।

রেডমি নোট ৫ এ রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ডিস্প্লেতে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 625 প্রসেসার। বেস ভেরিয়েন্টে রয়েছে 3GB RAM আর 32GB স্টোরেজ আর হাই এন্ড ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM আর 64GB স্টোরেজ। এছাড়াও রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা আর 4000mAh ব্যাটারি।

রেডমি নোট ৫ প্রো তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ডিস্প্লেতে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। এছাড়াও রেডমি নোট ৫ প্রো তে রয়েছে লেটেস্ট মিডরেঞ্জ প্রসেসার Qualcomm Snapdragon 636। ফোনের ইন্টারনাল স্টোরেজ 64GB। রেডমি নোট ৫ প্রো পাওয়া যবে 4GB ও 6GB RAM দুটি ভেরিয়েন্টে। নতুন LPDDR4X RAM ব্যাবহার হয়েছে এই ফোনে যা নেই Galaxy S8 এর মতো ফোনেও। এছাড়াও এই ফোনে রয়েছে 4000mAh ব্যাটারি।

দাম ফাঁস হয়ে গেল Sony Xperia XZ2 আর Xperia XZ2 Compact -এরদাম ফাঁস হয়ে গেল Sony Xperia XZ2 আর Xperia XZ2 Compact -এর

রেডমি নোট ৫ প্রো এর পিছনে রয়েছে ভার্টিকালি অ্যালাইনড ডুয়াল ক্যামেরা সেট-আপ। প্রাইমারি ক্যামেরাটি 12MP সোনি সেন্সার আর সেকেন্ডারি ক্যামেরা 5MP স্যামসাং সেন্সার। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে পোট্রেট মোড। যার মাধ্যমে কম আলোতেও তোলা যাবে দারুন ছবি।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi Note 5 and Redmi Note 5 Pro were launched in India on February 14. While the smartphones were launched in four color variants, only the Black and Gold variants were available. However, it seems now the Redmi Note 5 and Redmi Note 5 Pro will be available in Rose Gold and Lake Blue color options as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X