পরের মাসেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। আর তাতে সম্ভবত নতুন ফোন Mi 7 আনছে শাওমি। যদিও অফিশিয়ালি শাওমি এই নিয়ে এখনও মুখ খোলনি। তবে সম্ভবত মার্চে আসছে এই এমআই ৭।
এর আগে MEE7S ও MET7S মডেল নম্বরের দুটি ডিভাইস চিনে 3C certification পেয়েছে। সবাই বলছে Xiaomi Redmi Note 5-এরই দুটি ভেরিয়েন্ট ওই মডেল নম্বর দুটি।
GizmoChina-এ MyDrives-এর রিপোর্টে Xiaomi Redmi Note 5-এর ফিচার্স এসেছে। বলা হচ্ছে এই ফোনে রয়েছে integrated metallic chassis সঙ্গে nano-injection molding antenna design. ৫.৯৯ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। রিয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
এই স্মার্টফোনের ডুয়াল ক্যামেরা সেটআপ। ১৬মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। MIUI 9-এর এই ফোনে থাকছে Android Nougat. ফেশিয়াল রেকগনিশন ফিচারও থাকছে এই ফোনে।
রেডমি নোট ৫ দুটি ভেরিয়েন্টে আসছে। একটি ভেরিয়েন্টে Snapdragon 630 SoC সঙ্গে ৩জিবি র্যাম। এই ভেরিয়েন্টের মেমোরি ৩২জিবি। এর দাম পড়তে পারে ১৫ হাজার টাকার মতো। আরেকটি হাই এন্ড ভেরিয়েন্ট Snapdragon 636 SoC এবং ৪ জিবি র্যামের ফোনের থাকছে ৬৪জিবি স্টোরেজ। এর দাম পড়তে পারে ১৮ হাজার টাকার মতো।
Gizbot - আপনাকে নটিফিকেশন পাঠাতে চায়. Subscribe to Bengali Gizbot.
Xiaomi Redmi Note 5’s complete specifications and pricing details are out. The smartphone is believed to be the first one in the Redmi series to arrive with a dual camera setup at its rear. It is believed that the device will be launched in the next month ahead of the flagship smartphone Mi 7.
Story first published: Tuesday, January 30, 2018, 7:00 [IST]