শীঘ্রই ভারতে আসছে Xiaomi Redmi Note 7, Redmi Note 7 Pro আর Redmi Go, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

By Gizbot Bureau
|

কানাঘুষো ফেব্রুয়ারি মাসে ভারতে তিনটি নতুন স্মার্টফোন লাঞ্চ করবে Xiaomi। এই ফোন গুলি হল Redmi Note 7, Redmi Note 7 Pro আর Redmi Go। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Redmi Note 7। এছাড়াও ফিলিপিন্সের বাজারে এসেছে Redmi Go। এখনো লঞ্চ না হলেও আশা করা হচ্ছে Redmi Note 7 ফোনের সামান্য আপগ্রেডে লঞ্চ হতে চলেছে Redmi Note 7 Pro। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 7 ফোনে Snapdragon 660 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

শিঘ্রই ভারতে আসছে এই তিনটি Redmi স্মার্টফোন

একাধিক রিপোর্টে জানা গিয়েছে Redmi Note 7 Pro ফোনে থাকতে পারে তুলনামূলক শক্তিশালী Snapdragon 675 চিপসেট। অন্যদিকে কোম্পানির প্রথম Android Go স্মার্ট ফোন Redmi Go। এই ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। 1GB বা তার কম RAM এর স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম ডিজাইন করেছে Google।

ইতিমধ্যেই এই দেশে Redmi Note 7 লঞ্চ নিয়ে একাধিক টুইট করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। জানুয়ারি মাসে চিনে ১০,০০০ টাকার আশেপাশে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। ইতিমধ্যে ফিলিপিন্সের বিক্রি শুরু হয়েছে Redmi Go। সেই দেশে ভারতীয় মুদ্রায় ৫,৪০০ টাকা থেকে Redmi Go এর দাম শুরু হচ্ছে। তবে এখনো Redmi Note 7 Pro ফোনের দাম জানা যায়নি। আশা করা হচ্ছে ভারতের ১৫,০০০ টাকার আশেপাশে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Redmi Note 7 এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Redmi Note 7 এর ওজন ১৮৬ গ্রাম।

ডুয়াল সিম Redmi Note 7 এ অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট।

Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনের স্পেসিফিকেশনে চিপসেট ছাড়া বিশেষ পার্থক্য থাকছে না। Redmi Note 7 ফোনে Snapdragon 660 চিপসেট ব্যবহার হলেও Redmi Note 7 Pro ফোনে থাকতে পারে তুলনামূলক শক্তিশালী Snapdragon 675 চিপসেট। এই দুটি ফোনের বাকি সব হার্ডওয়ার মোটামুটি এক।

অন্যদিকে Redmi Go ফোনে থাকবে একটি ৫ ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।

ক্যামেরা বিভাগে Redmi Go তে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার রিয়ার সেন্সর। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi Note 7, Redmi Note 7 Pro and Redmi Go may launch in India this month: Likely specs, price and more

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X