গত কয়েক বছরে খুব তড়াতড়ি ভারতীয় গ্রাহকদের মন জয় করেছে শাওমি। তারা এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি। কম দামে অন্য কোম্পানিগুলিকে কিস্ত মাত করে দিচ্ছে তারা।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন পালক জুড়লো শাওমির মুকুটে। গত তিন বছরে ২৫ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। কম দামে পুষ্টিকর খাবার দিয়েই এই সাফল্য বলে মত বিশেষজ্ঞদের।
কোম্পানি জানিয়েছে গত তিন বছরে প্রতিদিন গড়ে ২২,০০০ ফোন বিক্রি করেছে শাওমি। ফ্ল্যাশ সেলের মাধ্যমে ফোন বিক্রি করেও এই সংখ্যা যথেষ্ট গুরুত্বপুর্ণ। কোম্পানির দাবি তারাই সবথেকে কম সময়ে এই কৃতিত্ব লাভ করেছে।
এমআই ডট কমে আগেই বুক করুন জিওমি রেডমি ৪এ
২০১৪ সালের জুলাই মাসে কোম্পানির ভারতে পদার্পনের প্রথম ৬ মাসের মধ্যেই ৫ মিলিয়ন ফোন বিক্রি হয়েছিলো বলে জানিয়েছিলো শাওমি। এছাড়াও চলতি বছরে ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন রেডমি নোট ৪।
এর মধ্যেই ৫ সেপ্টেম্বর নতুন ফোন লঞ্চ করছে শাওমি। যদিও এই ফোনের নাম এখনো জানা যায়নি তবে এই ফোনে ডুয়াল ক্যামেরা থাকবে বলে জানিয়েছে কোম্পানি।
Gizbot - আপনাকে নটিফিকেশন পাঠাতে চায়. Subscribe to Bengali Gizbot.