২০১৮ সালে ৬টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে শাওমি

|

ভারতের মাজারে শাওমি এখন অন্যতম প্রধান স্মার্টফোন ব্র্যান্ড। চীনের বাইরে ভারত কোম্পানির প্ন্যতম প্রধান বাজার। সম্প্রতি ভারতের বাজারে স্মার্টফোন, টিভি, এয়ার পিউরিফায়ার এর মতো বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করেছে এই চীনা কোম্পানি। গত এক বছরে তিন গুন লাভের মুখ দেখেছে শাওমি। এবার সেই পথেই আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে শাওমি।

২০১৮ সালে ৬টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে শাওমি

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানি ইন্ডিয়া হেড মানু কুমার জৈন জানিয়েছেন ২০১৮ সালে ভারতে ৬ টি স্মার্টফোন লঞ্চ করবে শাওমি। এছাড়াও সারা দেশে প্রায় ১০০ টি নতুন এক্সক্লিউসিভ স্টোর খুলবে শাওমি। একই সাথে প্ল্যান রয়েছে আরও নতুন ধরনের প্রোডাক্ট লঞ্চের। তাদের নতুন টিভি লঞ্চের মাধ্যমে শাওমি জানান দিয়েছে স্মার্টফোন ব্যাবসা ছেড়ে অন্য বাজারেও কব্জা বসাতে চায় তারা।

মিস্টার জৈন বলেন ভারতে কোম্পানির রেভিনিউ ১ বিলিয়ান ডলার ছাড়িয়েছে। শিঘ্রই এই সংখ্যা ২ বিলিয়ান ডলার ছুঁইয়ে ফেলবে বলে মনে করছেন তিনি। তবে মনে করে হচ্ছে আগামি পাঁচ বছর প্রতি বছর প্রায় ২ ডজন স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট করবে তারা।

তিনি আরও বলেন ভারতের বাজার সবসময় বদলাচ্ছে। আগামি পাঁচ বছরে ভারত ডিজিটাল দুনিয়ায় বিশ্বে অন্যতম সেরা স্থান নেবে বলে মনে করান মানু কুমার জৈন।

সম্প্রতি চেন্নাইতে শাওমি ওপেন করেছে Mi এক্সপেরিএন্স স্টোর। এখানে দেখানো হচ্ছে কোম্পানির লেটেস্ট সব প্রোডাক্ট। মিস্টার জৈন আরও বলেন ভারতের গ্রাহকরা স্মার্ট স্কুটার, স্মার্ট পিউরিফায়ার বা স্মার্ট ওয়েট স্কেলের মতো প্রোডাক্টগুলিতে আগ্রহ দেখানো শুরু করেছে। যদিও এর ব্যাবসায়ীক সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এ

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi's Global VP and India Head Manu Kumar Jain has revealed that the company is eying to launch six new smartphones in India this year. He has stated that they are looking forward to enter new product categories as well in the future. Xiaomi is also in plans to launch 100 exclusive stores in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X