লঞ্চ হল Mi Pad 4 Plus: দাম ও স্পেসিফিকেশান

By GizBot Bureau
|

জুন মাসে Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করেছিল Xiaomi। এবার আপডেটেড Mi Pad 4 Plus ট্যাবলেট বাজারে নিয়ে এলো চিনের কোম্পানিটি। Mi Pad 4 এর থেকে একাধিক আপগ্রেড সহ নতুন Mi Pad 4 Plus লঞ্চ করা হয়েছে। এর মধ্যেই অন্যতম আগের থেকে বেশি রেসোলিউশানের ডিসপ্লে, আরও বড় ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 
লঞ্চ হল Mi Pad 4 Plus: দাম ও স্পেসিফিকেশান

Mi Pad 4 এর মতোই Mi Pad 4 Plus ট্যাবলেটেও মেটালিক বিল্ট ব্যবহার করেছে Xiaomi। তবে Mi Pad 4 Plus এ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে নতুন এই ট্যাবলেটে ফেস আনলক ফিচার ব্যবহার করেছে Xiaomi। Wifi ও Wifi+সেলুলার দুই ভেরিয়েন্টেই নতুন Mi Pad 4 Plus পাওয়া যাবে।

Mi Pad 4 Plus এ রয়েছে একটি ১০.১ ইঞ্চি (1920x1200 পিক্সেলস) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Mi Pad 4 Plus এর ভিতরে রয়েছজে একটি Snapdragon 660 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর Adreno 512 GPU।

 

64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন Mi Pad 4 Plus পাওয়া যাবে। তবে microSD কার্ডের মাধ্যমে এই ট্যাবলেটের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Mi Pad 4 Plus তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল f/2.0 রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই Mi Pad 4 Plus থেকে সেলফি ভিদিও কল ও ফেস আনলক ফিচার কাজ করবে।

Mi Pad 4 Plus ট্যাবলেটে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। এর সাথেই Mi Pad 4 Plus এর ভিতরে একটি বিশান 8,620 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। USB Type-C এর মাধ্যমে Mi Pad 4 Plus ট্যাবলেট চার্জ করা যাবে।

Mi Pad 4 এর মতোই কালো ও সোনালি রঙে পাওয়া যাবে Mi Pad 4 Plus। আপাতত শুধুমাত্র চিনে এই ট্যাবলেট লঞ্চ করেছে Xiaomi। চিনে 64GB Mi Pad 4 Plus এর দাম ১৮৯৯ ইউয়ান (প্রায় ১৯,২৫০ টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্টের দাম ২০৯৯ ইউয়ান (প্রায় ২১,৩০০ টাকা)।

১৬ আগস্ট থেকে চিনে Mi Pad 4 Plus বিক্রি শুরু হবে। সেই দেশে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ট্যাবলেট কেনা যাবে। তবে ভারতে এই ট্যাবলেট কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কিছু জানায়নি Xiaomi।

Best Mobiles in India

Read more about:
English summary
The Mi Pad 4 Plus features the same metallic build as the smaller Mi Pad 4.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X