এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময়েও দেখতে পাবেন জিও টিভি, কীভাবে?

By Gizbot Bureau
|

অনেক দিন ধরেই অপেক্ষা চলছিল। অবশেষে জিও টিভি অ্যাপে পৌঁছে গেল পিকচার-ইন-পিকচার মোড। অর্থাৎ অন্য অ্যাপ ব্যবহারের সময় ডিসপ্লের উপরে ছোট উইন্ডোতে জিও টিভি দেখতে পাবেন। নতুন আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যানড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমে পিকচার-ইন-পিকচার ফিচার যোগ করেছিল গুগল। তাই পিকচার-ইন-পিকচার মোডে জিও টিভি ব্যবহার করতে ফোনে অ্যানড্রয়েড ওরিও অথবা অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামুলক।

এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময়েও দেখতে পাবেন জিও টিভি, কীভাবে?

কয়েক দিন আগে ইউটিউব অ্যাপে যোগ হয়েছিল পিকচার-ইন-পিকচার মোড। একই ভাবে জিও টিভির নতুন এই ফিচার কাজ করবে। যেমন ধরুন আপনি জিও টিভি ব্যবহার করে আইপিএল এর ম্যাচ দেখছেন এমন সময় হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এল। এতদিন জিও টিভি থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে সেই মেসেজের রিপ্লাই দিতে হত। নতুন ফিচারে খেলা দেখতে দেখতেই হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই দিতে পারবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওপেন করলে ডিসপ্লে নীচে ছোট উইন্ডোতে জিও টিভি চলতে থাকবে।

ইরিমধ্যেই প্লে স্টোর থেকে এই আপডেট ডাউনলোড করা যাচ্ছে। জিও টিভি দেখার জন্য ফোনে জিও সিম থাকা বাধ্যতামুলক। সাথে থাকতে হবে জিও প্রাইম মাম্বারশিপ। ইতিমধ্যেই জিও টিভি তে বিভিন্ন ভাষায় ৫৫০ টির বেশি লাইভ চ্যানেল দেখা যায়।

অ্যানড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেটে জিও টিভি পিকচার-ইন-পিকচার মোড ব্যবহার করা যাবে। তবে অ্যানড্রয়েড ট্যাবলেটে তুলনামুলক বড় ডিসপ্লে থাকার কারনে এই ফিচার ভালো ব্যবহার করা যাবে।

সম্প্রতি আইপিএল উপলক্ষ্যে নতুন ডেটা প্যাক নিয়ে এসেছে জিও। জিও ক্রিকেট সিজন প্যাকে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন। অর্থাৎ ২৫১ টাকায় মোট 102GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। গ্রাহকের এখনকার প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে তার পরে অতিরিক্ত 2GB ডেটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে।

Best Mobiles in India

English summary
You can now watch JioTV while sending a WhatsApp message on Android: Here's how

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X