আইফোনে ছবি তুলে সোনার বার জিতবেন কীভাবে?

By Gizbot Bureau
|

আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ফিরে এল। এই প্রতিযোগিতা জিতলে একটি সোনার বার জিতে নেওয়া যাবে। ইতিমধ্যেই আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের জন্য ছবি জমা নেওয়া শুরু হয়েছে। নতুন অথবা পুরনো আইফোনে তোলা ছবি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

আইফোনে ছবি তুলে সোনার বার জিতবেন কীভাবে?

তবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। শুধুমাত্র আইফোন অথবা আইপ্যাডে তোলা ছবি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগে কোন জায়গায় (ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি) পোস্ট করলে সেই ছবি এই প্রতিযোগিতায় গৃহীত হবে না। কোন ডেস্কটপ ফটো এডিটিং অ্যাপ ব্যবহার হলে এই ছবি বাতিল করা হবে। যদিও ফোনে এডিট করলে সেই ছবি গৃহীত হবে।

যে কোন আইফোন অথবা আইপ্যাডে তোলা ছবি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে জমা দেওয়া ছবির দৈর্ঘ্য ও প্রস্থে অন্তত ১০০০ পিক্সেল থাকতে হবে।

যে বিভাগগুলির অধীনে চিত্রগুলি জমা দেওয়া যেতে পারে সেগুলি হ'ল: অ্যাবস্ট্রাক্ট, এনিমাল, আর্কিটেকচার, শিশু, ফুল, ল্যান্ডস্কেপ, লাইফস্টাইল, প্রকৃতি, সংবাদ এবং ইভেন্ট, প্যানোরামা, মানুষ, প্রতিকৃতি, সিরিজ (3 চিত্র), স্টিল লাইফ, সূর্যাস্ত, ভ্রমণ, গাছ ও অন্যান্য।

আপনার ছবি সিলেক্ট হলে কী পাবেন?

মোট ১৮ টা সোনার বার জেতা যাবে। প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারিকে একটি করে সোনার বার দেওয়া হবে।

প্রত্যেক বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিরা পাবেন একটি প্যালাডিয়ান বার। এছাড়াও থাকছে আইপ্যাড এয়ার আর অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ জিতে নেওয়ার সুযোগ।

এই প্রতিযোগিতার বিজয়ীদের বেছে নেওয়ার জন্য বিশ্বব্যাপী তাবড় ফটোগ্রাফারদের বিচারক হিসাবে বেছে নেওয়া হবে। তবে বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না। এই প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহককে পকেট থেকে পয়সা গুনতে হবে। একটি ছবির জন্য ৩.৫০ মার্কিন ডলার, তিনটে ছবির জন্য ৯.৫০ মার্কিন ডলার, পাঁচটা ছবির জন্য ১৫.৫০ মার্কিন ডলার, ১০ টা ছবির জন্য ২৯.৫০ মার্কিন ডলার, ১৫ টা ছবির জন্য ৪৫.৫০ মার্কিন ডলার, ২০ টা ছবির জন্য ৫৭.০০ মার্কিন ডলার আর ২৫ টা ছবির জন্য ৬৫.৫০ মার্কিন ডলার খরচ হবে।

১৩ বছরে পা দিল আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড। ২০২০ সালের ৩১ মার্চের আগে ছবি জমা দিতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Your Shot On iPhone Picture Might Get You A Gold Bar

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X