অফলাইনেও শোনা যাবে গান, বদলাচ্ছে ইউটিউব

ইউটিউব মিউজিক অ্যাপ থেকে অফলাইনে গান ডাউনলোড করার সুবিধা মিলছে

By Sabyasachi Chakraborty
|

ইউটিউব মিউজিক আপগ্রেড করেছে গুগল। আর তার জেরে এখন অফলাইনেও গান ডাউনলোড শোনা যাবে।

অফলাইনেও শোনা যাবে গান, বদলাচ্ছে ইউটিউব

অবশ্য ইউটিউবে কোনও কনটেন্ট অফলাইনে দেখা-শোনার ক্ষেত্রে এই সুবিধা প্রথম নয়। অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ইউটিউব অ্যাপেই আপনার প্রিয় ভিডিও অফলাইনে দেখার বন্দোবস্ত রয়েছে। এমনকি অফলাইন মিক্সটেপ ফিচারের মাধ্যমে ইউটিউব মিউজিক থেকে গান ডাউনলোডেরও ব্যবস্থা রয়েছে। তবে ডাউনলোডের ক্ষেত্রে পুরোপুরি রাশ কিন্তু গ্রাহকদের হাতে মোটেই নেই।

তবে এখন অবস্থাটা পাল্টেছে।গ্রাহকরা এখন ইউটিউব মিউজিক অ্যাপ থেকে অনায়াসে গান ডাউনলোড করতে পারবেন। আপনাকে বেশি খাটতে হবে না। গান বাছার পর মেনু আইকনে গিয়ে শুধু ট্যাপ করতে হবে, সেভ অফলাইন অপশনে।

এরপর আপনার কাছে অপশন আসবে, আপনি কি শুধু গান ডাউনলোড করতে চান, নাকি সঙ্গে ভিডিওটিও। ভিডিও ডাউনলোড করতে হলে এরপর আরেকটি ভিডিও কোয়ালিটির অপশন সিলেক্ট করতে হবে আপনাকে।

iPhone-এর ১০টি এমন ফিচার যা থেকে Android গ্রাহকের বঞ্চিতiPhone-এর ১০টি এমন ফিচার যা থেকে Android গ্রাহকের বঞ্চিত

ইউটিউবের তরফে সম্প্রতি বলা হয়েছে, শিগগিরই তারা গুগল প্লে মিউজিকের সঙ্গে জুড়ে যাচ্ছে। তাই একটা বিষয়ে একটু ধন্দ রয়েছে, গুগল প্লে মিউজিক ইউটিউবের মধ্যে চলে আসছে, না উলটোটা। হতে পারে দুটি পরিষেবাকে এক করে নতুন কিছু আনতেও পারে গুগল।

বিশেষজ্ঞরা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। কারণ একই সংস্থার একই রকম দুটি আলাদা পরিষেবার বিষয়টি খুব একটা সুবিধের নয়। কারণ দুটি জিনিস আলাদা ভাবে গ্রাহকদের ব্যবহার করতে হয়। ফলে গ্রাহক সংখ্যাও দুই ভাগ হয়ে যাচ্ছে এতে। গুগলের পক্ষে মোটেই এ বিষয়টি স্বাস্থ্যকর নয়। তাই দুটি বিষয়কে এক করে দিলে গ্রাহক সংখ্যা আপনা আপনিই বেড়ে যাবে তাই নয়, নতুন আরও গ্রাহকও তৈরি হবে।

ইউটিউব মিউজিক এ দেশে মেলে না। তবে গ্রাহকরা একটু সহজ সরল হ্যাকিং করলেই তা স্মার্টফোনে নিয়ে নিতে পারেন।

Best Mobiles in India

Read more about:
English summary
YouTube Music's latest upgrade allows users to download songs, album, and playlists offline with the option to save only music or the video as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X