Just In
Don't Miss
১ কোটি টাকার চ্যালেঞ্জ, জুম-এর বিকল্প অ্যাপ তৈরি করলেই মিলবে পুরস্কার
সম্প্রতি সরকারী কাজে জুম ব্যবহার নিষিদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার জুম-এর বিকল্প অ্যাপ তৈরির জন্য কোটি টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কেন্দ্র। ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি প্রতিযোগিতা শুরু করেছে। সেখানে জুম-এর বিকল্প ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরি করলেই মিলবে কোটি টাকা পুরস্কার। শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ৩০ এপ্রিলের আগে নাম নথিভূক্ত করে ৭ মে-র মধ্যে প্রাথমিক পরিকল্পনা জমা দিতে হবে। ২৯ জুলাই বিজয়ী ঘোষণা করবে কেন্দ্র।
ইতিমধ্যেই মন্ত্রকের ওয়েবসাইটে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ ডেভেলপাররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রথম ধাপে দশটি কোম্পানিকে বাছাই করা হবে। প্রোটোটাইপ তৈরির জন্য এই কোম্পানিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।
প্রোটোটাইপ দেখে প্রতিযোগিতার শেষ পর্যায়ে পাঁচটি কোম্পানিকে বেছে নেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই পাঁচটি কোম্পানিকেই অ্যাপ তৈরির জন্য ২০ লক্ষ টাকা করে দেবে কেন্দ্র।
এর পরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতা জিতলে মিলবে এক কোটি টাকা পুরস্কার।
এক কোটি টাকা পুরস্কারের সঙ্গেই অ্যাপ রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর ১০ লক্ষ টাকা করে পাবে বিজয়ী কোম্পানি।
স্লো নেটওয়ার্কেও এই অ্যাপ ব্যবহার করে ভালো অডিও ও ভিডিও কল করতে হবে।
যে কোন অপারেটিং সিস্টেমে এই অ্যাপ চলতে হবে। স্লো প্রসেসরের কম্পিউটার অথবা মোবাইলেও এই অ্যাপ চলা বাধ্যতামূলক।
থাকছে হবে স্ক্রিন শেয়ারিং ও ফাইল ট্রান্সফার ফিচার।
শুধুমাত্র ভারত সরকারের নথিভুক্ত স্টার্ট আপ কোম্পানি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
৩০ এপ্রিলের মধ্যে প্রতিযোগিতায় রেজিস্টার করে ৭ মে-র মধ্যে প্রাথমিক পরিকল্পনা জমা দিতে হবে।
২৯ জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এই অ্যাপে একসঙ্গে একাধিক কনফারেন্স কল করার সুবিধা থাকতে হবে।
কনফারেন্স কলে এনক্রিপশন থাকতে হবে।
অন্তত আগামী চার বছর এই অ্যাপের দেখভাল করবে বিজয়ী।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190