জলদি বাজারে আসবে ZTE -এর ৫টি বাজেট স্মার্টফোন

|

বিদেশের বাজারে দারুন সফল হলেও ভারতের বাজাতে এখনো কব্জা করতে পারেনি ZTE। সেই অবস্থার পরিবর্তন আনতে শিঘ্রই ৫টি বাজেট ফোন বাজারে আনছে এই চিনা কোম্পানিটি।

জলদি বাজারে আসবে ZTE -এর ৫টি বাজেট স্মার্টফোন

Gizbot কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কোম্পানির CMO সচিন বাত্রা বলেন, "সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে নতুন ৫টি স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। ৬,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে দাম হবে এই ফোনগুলির।"

তবে এই ফোনগুলির নাম কি হবে সেই ব্যাপারে কিছু জানাননি সচিন বাত্রা।

কোন একটি নির্দিষ্ট ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি হবে ZTE-র স্মার্টফোন। তবে সেটি কোন সাইট তা খোলশা করে কিছু জানাননি মিস্টার বাত্রা।

পরের বছর জানুয়ারিতে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৯পরের বছর জানুয়ারিতে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৯

ফোনের ফিচার বা স্পেক্স নয়েও মন্তব্য করতে চাননি সচিন। তবে তা জানার জন্য আমাদের আর বেশিদিন অপেক্ষা করয়ে হবে না।

তবে মিস্টার বাত্রা বলেন,"সঠিক দামে গ্রাহকের কাছে সঠিক প্রোডাক্ট পৌঁছে দেবে ZTE। তবে ভারতের এই কঠিন বাজারে ভবিষ্যতে কি পরিকল্পনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"কোম্পানি নতুন প্রযুক্তি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত।" তিনি যথেষ্ট আশাবাদী আগামি এক বছর প্প্রে ভারতের গ্রাহকদের মন জয় করতে পারবে ZTE।

এখন শাওমি, ওপো, ভিভোর কমতো অন্য চিনা কোম্পানিগুলিকে টেক্কা দিয়ে ZTE কিভাবে বাজার দখলের চেষ্টা করে দেখা সময়ের অপেক্ষা।

Best Mobiles in India

Read more about:
English summary
The ZTE smartphones will fall in the price range between Rs. 6,000-15,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X