Paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সুদ মাত্র ১%

By Madhuraka Dasgupta
|

ডিমনিটাইজেশনের ফলে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে অনেকটাই লাভবান হয়েছে paytm-র মতো কোম্পানিগুলি। বাজারে নগদের সঙ্কটে ব্যবহার বেড়েছে ই-ওয়ালেট অ্যাপগুলির। পুরোনো টাকা বদলাতে ব্যাঙ্ক খোলার ঘণ্টা তিনেক আগে থেকেই ব্যাঙ্কের সামনে মানুষের ভিড়। টাকা শেষ হয়ে যাওয়া
এটিএম-এর সামনেও লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ।

Paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সুদ মাত্র ১%

আর এসবের হাত থেকে বাঁচতে paytm-র চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। তাই গ্রাহকদের স্বার্থে এবার থেকে ক্যাস ট্রান্সফার করতে সুদের হার কমাল paytm। এবার থেকে paytm-র মাধ্যমে ক্যাস ট্রান্সফার করার জন্য মাত্র ১% করে ইন্টারেস্ট নেবে এই সংস্থা।

৬টি ভুল যা আইফোন ব্যবহারকারীরা করে থাকেন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে খাওয়া-দাওয়া, যাতায়াত সবেতেই সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এই চরম অর্থ-সঙ্কটের মধ্যেও দৈনন্দিন কাজকর্মগুলো তো করতে হবে৷ আর তারজন্য ভরসা এখন paytm। নোট সঙ্কটে জেরবার সাধারণ মানুষের লাইন সামলাতে যখন নাভিশ্বাস ব্যাঙ্কগুলির, তখন লাভের অঙ্ক গুনছে paytm। তাই paytm-এ ক্যাস ট্রান্সফারে সুদের হার কমিয়ে ৪% থেকে ১% করল এই সংস্থা।

এই ৫টি ওয়েবসাইটে অনলাইনে সিনেমা দেখুন, বিনামূল্যে...

এরফলে আরও বেশি করে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা paytm-র আঁওতায় আসবেন বলে মনে করছে এই সংস্থা। এমনিতেই নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে paytm-র মতো মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন। অনলাইনে জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে ওলা-উবেরের মতো ক্যাব পরিষেবাতেও paytm-র ব্যবহার এখন বাড়ছে। সুদের হার কমানোয় সাধারণ মানুষ আরও বেশি করে এই paytm-কে তাঁদের টাকা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করবে।

paytm যে এখন লাভের মুখ দেখছে, সেটা এই সংস্থার পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে। একদিকে যেমন মোবাইলে paytm ডাউনলোড করার পরিমাণ বেড়েছে, অন্যদিকে, paytm-এ টাকা রাখার পরিমাণও অনেকটা বেড়েছে। ব্যাঙ্কে বা এটিএম-এ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চেয়ে, অ্যাপ ডাউনলোড করে সেখানে টাকা রাখাটাই ঠিক মনে করছেন সাধারণ মানুষ। আর তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই paytm-এ ক্যাস ট্রান্সফারে সুদের হার কমিয়ে ১% করেছে এই সংস্থা।

এবার দেখে নেওয়া যাক, কীভাবে আপনি paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন।

Paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সুদ মাত্র ১%

#1 প্রথমে মোবাইলের প্লে-স্টোরে গিয়ে paytm Wallet অ্যাপটি ডাউনলোড করতে হবে।

#2 এবার মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে।

#3 যদি paytm-এ আগে থেকেই আপনার কোনও অ্যাকাউন্ট থাকে, তাহলে লগ-ইন করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট রেজিস্ট্রার করতে হবে।

Paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সুদ মাত্র ১%

#4 লগ-ইন করার পর আপনাকে "পে অ্যান্ড সেন্ড" অপশনে ক্লিক করতে হবে।

#5 এরপর "সেন্ড মানি ট্যু ব্যাঙ্ক অ্যাকাউন্ট" অপশনে ক্লিক করতে হবে।

#6 সেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং টাকার পরিমাণ দিতে হবে।

#7 লিস্টে যা যা ডিটেইলস জানতে চেয়েছে, আপনাকে সেটা লিখতে হবে।

Paytm থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সুদ মাত্র ১%

#8 এরপর সেন্ড অপশনে ক্লিক করলে কয়েক ঘণ্টার মধ্যেই আপনার টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

#9 আর এই ক্যাস ট্রান্সফারের জন্য আপনাকে ১% সুদ দিতে হবে paytm-কে।

Best Mobiles in India

English summary
Learn how you can transfer Paytm cash to your bank account at 1% charge only.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X