Xiaomi Mi 5c আপাতত লঞ্চ হচ্ছেনা এদেশে, দেখে নিন বিকল্প কিছু ফোনের তালিকা

By Madhuraka Dasgupta
|

Xiaomi আনতে চলেছে আরও এক ধামাকা। Xiaomi Note 3, Xiaomi Note 4-র আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসতে চলেছে Xiaomi Mi 5c। তবে আপাতত ভারতে নয়, চিনের বাজারে মিলবে এই নয়া ফোন। ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে, চিনে এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। হাই ডেফিনেশনের এই অত্যাধুনিক স্মার্টফোনটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অত্যাধুনিক ফিচার্স এবং দামের দিক থেকে বিচার করলে অন্য যে কোনও স্মার্টফোনকে, Xiaomi এই নতুন ফোনটি প্রতিযোগিতার মধ্যে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Xiaomi Mi 5c আপাতত লঞ্চ হচ্ছেনা এদেশে, দেখে নিন বিকল্প কিছু ফোনের

Xiaomi-র অন্যান্য মডেলের থেকে Mi 5c আলাদা হবে বলে শুরু থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কোম্পানির কর্তারা। তবে প্রতিযোগিতার দৌঁড়ে থেমে থাকেনি অন্যান্য কোম্পানিগুলিও। স্যামসাং, লেনোভো, মোটোরোলা থেকে শুরু করে জিওনি, সবকটি কোম্পানিই আরও উন্নত স্ট্র্যাটেজি নিয়েছে এবং অত্যাধুনিক
ফিচার্সসম্পন্ন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে।

এভাবেই প্রতিযোগিতার বাজারে ব্র্যান্ডগুলি যখন একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, তখন এক্কেবারে নতুনধরণের ফিচার্স নিয়ে হাজির হয়েছে Xiaomi Mi 5c। এই ফোনের ডিভাইসে রয়েছে কোম্পানির ইন-হাউজ সার্জ S1 প্রসেসর। এই নতুন প্রসেসর গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেবে বলেই দাবি কোম্পানির
কর্তাদের। চাইনিজ মুদ্রায় এই ফোনের দাম 1,499 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 14,600 টাকা। রোজ গোল্ড, সোনালী এবং কালো এই তিনটি রংয়ে মিলবে Xiaomi Mi 5c ফোনটি।

এবার রিলায়েন্স জিও সিম অ্যাক্টিভেট করান মাত্র ১৫ মিনিটে!

এভাবেই বিভিন্ন দিক থেকে বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনগুলিকে টেক্কা দেবে Xiaomi Mi 5c। তবে আপাতত শুধু চিনেই এই ফোনটি লঞ্চ হচ্ছে। এখনই ভারতে এই ফোনটি লঞ্চ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই এখন আপনাদের সামনে বিকল্প কিছু ফোনের তালিকা তুলে ধরছি যেগুলো কিনলে আপনি প্রায় একইধরণের ফিচার্স পেতে পারেন।

Honor 6x

Honor 6x

দাম - 12,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1080x1920 পিক্সেলস) ফুল HD 2.5D কার্ভড গ্লাস IPS ডিসপ্লে

* অক্টা-কোর কিরিন 655 ( 4x2.1GHz + 4x1.7GHz) 16nm প্রসেসর, সঙ্গে Mali T830-MP2

* 3GB/4GB LPDDR3 র‍্যাম, সঙ্গে 32GB (eMMC 5.1) স্টোরেজ

* 4GB র‍্যাম, সঙ্গে 64GB (eMMC 5.1) স্টোরেজ

* 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি উইথ মাইক্রোএসডি

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো / মাইক্রোএসডি)

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো) উইথ EMUI 4.1

* 12 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, 6P লেন্স এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G VoLTE

* 3340mAh (টিপিক্যাল) / 3270mAh (মিনিমাম) ব্যাটারি

 

Vivo V5

Vivo V5

দাম - 17,099 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD ডিসপ্লে উইথ 2.5D কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন

* অক্টা-কোর মেডিয়াটেক MT6750, প্রসেসর উইথ Mali T860 GPU

* 4GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি

* হাইব্রিড ডুয়েল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রোএসডি)

* ফানটাচ OS 2.6 বেসড অন অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, PDAF

* 20 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উইথ মুনলাইট ফ্ল্যাশ

* 4G LTE

* 3000mAh ব্যাটারি

 

Samsung Galaxy J7 Prime

Samsung Galaxy J7 Prime

দাম - 16,750 টাকা

প্রধান বৈশিষ্ট্য -

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD TFT ডিসপ্লে

* 1.6GHz অক্টা-কোর Exynos 7870 প্রসেসর

* 3GB র‍্যাম

* 16GB ইন্টারনাল মেমোরি

* 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরা উইথ মাইক্রোএসডি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো)

* ডুয়েল সিম

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, f/1.9 অ্যাপার্চার

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উইথ f/1.9 অ্যাপার্চার

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G LTE

* 3300mAh ব্যাটারি

 

Oppo F1s

Oppo F1s

দাম - 16,990 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি (1280x720 পিক্সেলস) HD আইপিএস ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস 4 প্রোটেকশন

* 1.5 GHz অক্টা-কোর মেডিয়াটেক MT6750 64-বিট প্রসেসর উইথ Mali T860 GPU

* 3GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি উইথ মাইক্রোএসডি

* অ্যান্ড্রয়েড 5.1 (ললিপপ) উইথ কালার OS 3.0

* ডুয়েল (ন্যানো) সিম

* 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* 16 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G

* 3075mAh ব্যাটারি

 

Motorola Moto M

Motorola Moto M

দাম - 15,999 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে

* 2.2 GHz অক্টা-কোর মেডিয়াটেক হেলিও P15 প্রসেসর উইথ Mali T860MP2 GPU

* 3GB র‍্যাম / 32GB ইন্টারনাল মেমোরি

* 4GB র‍্যাম / 64GB ইন্টারনাল মেমোরি

* 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি উইথ মাইক্রোএসডি

* অ্যান্ড্রয়েড 6.0.1 (মার্শমেলো)

* হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি)

* 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ ডুয়েল-টোন LED ফ্ল্যাশ

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা

* 4G VoLTE

* 3050mAh ব্যাটারি উইথ টার্বো চার্জিং

 

Gionee S6s

Gionee S6s

দাম - 14,398 টাকা

প্রধান বৈশিষ্ট্য 

* 5.5 ইঞ্চি (1920x1080 পিক্সেলস) 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন

* 1.3GHz অক্টা-কোর মেডিয়াটেক MT6753 প্রসেসর উইথ Mali T-720 GPU

* 3GB র‍্যাম

* 32GB ইন্টারনাল মেমোরি

* 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি উইথ মাইক্রোএসডি

* অ্যান্ড্রয়েড 6.0 (মার্শমেলো) উইথ অ্যামিগো 3.2 UI

* হাইব্রিড ডুয়েল সিম স্লট (মাইক্রো সিম + ন্যানো সিম/মাইক্রোএসডি)

* 13 মেগাপিক্সেল ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ

* ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

* 4G LTE

* 3150mAh বিল্ট-ইন ব্যাটারি

 

Best Mobiles in India

Read more about:
English summary
So with the freedom of choice, excellent performance and rich user experience, Xiaomi 5c could significantly outdo sales of these mid-range smartphones in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X