নিজের ফোনে কিভাবে সেভ করবেন WhatsApp Stories?

|

গত দুই বছরে অনেক পরিবর্তন এসেছে হোয়াটসঅ্যাপে। প্রায় প্রতি মাসেই যোগ হচ্ছে নতুন সব ফিচার। ভয়েস কল, ভিডিও কল, থেকে মেসেজ ডিলিট নত্য নতুন ফিচারে ভরে হিয়েছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এর মধ্যে সবথেকে চর্চিত ফিচার অবশ্যই হোয়াটসঅ্যাপের স্টোরি ফিচার।

নিজের ফোনে কিভাবে সেভ করবেন WhatsApp Stories?

এই ফিচারে আপনি কোন ছবি বা ভিডিও আপলোড করলে তা ২৪ ঘন্টা পরে নিজে থেকেই ডিলিট খয়ে যাবে। আপনি এই ছবি বা ভিডিওগুলি ডাউনলোড করতে চান তাহলে আর চিন্তার কোন কারণ নেই। তিনটি পদ্ধতিতে ডাউনলোড করা যাবে এই ছবি ও ভিডিওগুলি।

প্রথম পদ্ধতি

প্রথম পদ্ধতি

আপনি যদি কোন স্ট্যাটাস খোলেন তবে আপনার ফোনে হিডেন ফোলডারে জমা হতে থাকে। ".Statuses" নামের ফোলডারে জমা হতে থাকে সব কিছু আপনার অ্যানড্রয়েড ফোনে। এই ফোলডারটি তৈরী হয় আপনার ছবিগুলি গ্যালারি থেকে দূরে রাখার জন্য। এই ক্ষেত্রে আপনার ফোলডারটি আনহাইড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কপি করতে পারবেন। কিভাবে করবেন এই কাজটি দেখে নিন,

স্টেপ ১: My Files->Device Storage->Whatsapp->Media->.Statuses

স্টেপ ২: এবার মোর সিলেক্ট করে শো হিডেন ফাইলস সিলেক্ট করুন।

স্টেপ ৩: এবার আপনি স্ট্যাটাসগুলি সেভ করতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতি

দ্বিতীয় পদ্ধতি

এছাড়াও আপনি স্ক্রিনশট কিয়ে সেভ করতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। আপনার ফোনে স্ট্যাটাসটি খুলে Vol Down + Power বাটন দুটি এক সাথে ৫ সেকেন্ড হোল্ড করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে স্ক্রিনশট।

তৃতীয় পদ্ধতি

তৃতীয় পদ্ধতি

এছাড়াও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন স্টোরি সেভার।

স্টেপ ১: প্লে স্টর থেকে স্টোরি সেভার অ্যাপটি ডাউনলোড করুন

স্টেপ ২: এবার অ্যাপটি খুলে রিসেন্ট স্টোরিতে ট্যাপ করুন।

স্টেপ ৩: এবার যে স্টোরিগুলি আপনি ডাউনলোড করতে চান সেই গুলি সিলেক্ট করুন।

স্টেপ ৪: এবার ডাউনলোড এ ট্যাপ করুন।

স্টেপ ৫: এবার আপনি গ্যালারিতে ডাউনলোড করা ছবি ও ভিডিওগুলি দেখতে পাবেন।

৮ টি গুরুত্বপুর্ণ অ্যানড্রয়েড সেটিংস৮ টি গুরুত্বপুর্ণ অ্যানড্রয়েড সেটিংস

Best Mobiles in India

English summary
Whatsapp has evolved so much in the past couple of years with so many features after the Facebook acquisition. This article is all about guiding you to save the video or photos on your device using three methods. This method works on both Android (Marshmallow/Nougat) and iOS (10/11).

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X